বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩১ মার্চ ২০২৫ ১০ : ৫৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন এলাকা থেকে এক টোটোচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। দেহের পাশেই ছিল টোটো। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুশান্ত ঘোষ। তাঁর বাড়ি রাজারহাট রেকজোয়ানির মাজেরহাইট এলাকায়। এক মহিলা ও ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে রয়েছে ইকোপার্ক থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিউটাউন ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় একটি টোটোর সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় চালককে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। বাড়ির লোকদের খবর দেওয়া হলে সুশান্তর বাবা, স্ত্রী ও বোন ইকোপার্ক থানায় যান।
তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গতকাল এক যুবক তাঁর বাড়িতে যান ফোন নম্বর নিতে। এবং বলেন রাম মন্দির থেকে ইকোপার্ক আসবে বলে রবিবার রাতে তাঁর টোটো গাড়িটি ভাড়া লাগবে। সেই মতো রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বের হন সুশান্ত।
এর পাশাপাশি পরিবারের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। জানাজানি হতেই তিনি বাড়ি থেকে চলে যান। ওই মহিলার স্বামী একটি টোটো কেনেন। তার জন্য কয়েক হাজার টাকা ধার দেন সুশান্ত। তিনি ওই টাকা চাইছিলেন। সেই নিয়ে ঝামেলা হয় মহিলার স্বামীর সঙ্গে। পরিবারের অনুমান, ওই টাকা নিয়ে ঝামেলার কারণে খুন করা হয়েছে। লোক ভাড়া করে এই খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামনি ও গিরিশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুনের পিছনে কারণ কী, তা জানার চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি আর কেউ জড়িত আছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
নানান খবর

নানান খবর

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়